বিএনপি

বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারত: মির্জা ফখরুল

বায়ান্ন প্রতিবেদন

ফ্যাসিবাদের প্রধান ভারতে অবস্থান করছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েই যাচ্ছে।

বুধবার (১৩ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মির্জা ফখরুল এ কথা বলেন।

তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের অর্জনকে ধ্বংস করতে সুনির্দিষ্ট কিছু ব্যক্তি চেষ্টা চালাচ্ছে। আমাদের মাথার ওপরে সবচেয়ে বড় বিপদ ফ্যাসিবাদের যিনি মূল হোতা তিনি ভারতে অবস্থান করছে। আর ভারত আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাই আমাদের সতর্ক থাকা উচিত।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের কাজ জনগণ কি চায় সেটা জানা। কারণ জনগণ এ মুহূর্তে সবার অংশগ্রহণে একটা নিরপেক্ষ নির্বাচন চায়। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যত সংস্কার প্রয়োজন সেটাও করা দরকার। তাই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচনের রোডম্যাপ সরকারকে দিতে হবে। অর্থনৈতিক দিকটাও অন্তর্বর্তী সরকারকে গুরুত্ব দিতে হবে।

বর্তমান প্রেক্ষাপটে বিএনপি নেতারা সবকিছু নিয়ন্ত্রণ করছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কোন কিছু নিয়ন্ত্রণ বা প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ না করতে সারাদেশের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে জেলা বিএনপির কার্যালয়ের নতুন টিনসেড ভবনের ভিত্তি স্থাপন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

পরে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বর্ধিত সভায় যোগ দেন  মির্জা ফখরুল ।

 

এসি//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন মির্জা ফখরুল | ভারত | অপপ্রচার