জাতীয়

আজ জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা

বায়ান্ন প্রতিবেদন

কপ-টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে আজ বুধবার (১৩ নভেম্বর) বক্তব্য রাখবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং’র দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় দুপুর দেড়টা থেকে ৩টার মধ্যে বক্তব্য রাখবেন তিনি।

জলবায়ু পরিবর্তনের কারণে, বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে-সেই বিষয়গুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন ড. মুহাম্মদ ইউনূস। 

এছাড়াও, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ যে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে; সেটিও তুলে ধরবেন তিনি।

আগামী বৃহস্পতিবার (নভেম্বর) পর্যন্ত আজারবাইজানে রাষ্ট্রীয় সফর করবেন তিনি। এর আগে, জলবায়ু সম্মেলনে অংশ নিতে স্থানীয় সময় সোমবার ভোরে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীরা আজারবাইজানের রাজধানী বাকু’তে অবতরণ করেন। সম্মেলনে পৃথকভাবে কয়েক দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে মতবিনিময় করেছেন তিনি।

প্রধান উপদেষ্টা কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য দেবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গেলো ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এটি ড. ইউনূসের দ্বিতীয় বিদেশ সফর। এর আগে, জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন উপলক্ষে তিনি নিউইয়র্ক সফর করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন প্রধান উপদেষ্টা