আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট অনূঢ়ারার জোটের বিশাল জয়

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আগাম পার্লামেন্ট নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের বামপন্থী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।  শুক্রবার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশনের সবশেষ হালানাগাদ ফলাফলে এই তথ্য পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

নির্বাচনের ফলাফল অনুযায়ী, এনপিপি ১৯৬ আসনের মধ্যে ১৩৭টি আসনে জয় পেয়েছে, যা প্রায় দুই-তৃতীয়াংশ। এই জয়ে তাদের ভোটের হার ৬২ শতাংশের কাছাকাছি পৌঁছেছে।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত শ্রীলঙ্কার পার্লামেন্টে নির্বাচনে ২২৫ আসনের মধ্যে মোট ১৯৬ আসনে সরাসরি ভোট হয়। বাকি ২৯টি আসন জাতীয়ভিত্তিক নির্বাচিত হবে। এনপিপি জোটের প্রধান প্রতিপক্ষ, সমাগি জনা বালাবেগায়া (এসজেবি), ৩৫টি আসনে জয় পায়। তবে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এনপিপি জোটের আসন সংখ্যা ১৫০টি ছাড়িয়ে যেতে পারে।

অনূঢ়া কুমারা দিশানায়েক ২০২৩ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হন, কিন্তু তখন তার দল এনপিপি’র পার্লামেন্টে মাত্র তিনটি আসন ছিল। নিজের দলকে শক্তিশালী করতে তিনি আগাম নির্বাচনের ঘোষণা দেন। এখন, এনপিপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করায়, তার হাতে শক্তিশালী সংসদ এবং শক্তিশালী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে।

গতকাল ভোটের পর অনূঢ়া বলেছিলেন, 'আমরা একটি শক্তিশালী পার্লামেন্ট গঠনের জন্য জনমত সংগ্রহের আশা করছি এবং জনগণ আমাদের এই ম্যান্ডেট দেবে'। তিনি আরও বলেন, 'শ্রীলঙ্কার রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এসেছে, এবং এটি অব্যাহত থাকবে'।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন শ্রীলঙ্কা | পার্লামেন্ট নির্বাচনে