আর্কাইভ থেকে বাংলাদেশ

‘পাগল’ বলায় কাটাকাটি থেকে সংঘর্ষ, নিহত ২

‘পাগল’ বলায় কাটাকাটি থেকে সংঘর্ষ, নিহত ২

নওগাঁর পত্নীতলায় এক ব্যক্তিকে পাগল বলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের জেরে দুইজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দিন (৬০) ও একই উপজেলার ঘোষনগর ইউনিয়নের কৃষ্টরামপুর গ্রামের ফয়জুল ইসলাম (৪৫)। 

রোববার (৯ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফতাব উদ্দিন।  

পুলিশ সুপার বলেন, রোববার বিকাল ৫টার দিকে ফয়জুল ইসলাম নালাপুর মোড়ে যান। সেখানে তাকে দেখে আছির উদ্দিন তাকে পাগল বলে ডাক দেন। পাগল বলায় ফয়জুল আছির উদ্দিনের উপর ক্ষিপ্ত হয়ে যান। এ নিয়ে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফয়জুল কুড়াল দিয়ে আছির উদ্দিনের পিঠে কোপ দেন।  

তিনি বলেন, স্থানীয়রা তৎক্ষণাৎ আছির উদ্দিনকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।  

এদিকে কুড়াল কুপিয়ে হত্যার ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা ফয়জুলকে নালাপুর মোড়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারপিট করে। মারপিটের এক পর্যায়ে ফয়জুল অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে রোববার রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফতাব উদ্দিন বলেন, দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে তাদের মৃত্যু হলো তা নিয়ে তদন্ত চলছে। 

উম্মে রুম্মান 

এ সম্পর্কিত আরও পড়ুন পাগল | বলায় | কাটাকাটি | সংঘর্ষ | নিহত | ২