শিক্ষা

বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবিতে আন্দোলন

ফের সড়ক অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

বায়ান্ন প্রতিবেদন

ফের রাতে সড়ক অবরোধ করে আন্দোলনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ছবি: সংগৃহীত

রাজধানীর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করতে ফের সড়ক অবরোধ করেছে কলেজটির শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে তারা মহাখালীতে কলেজের সামনের সড়ক অবরোধ করে রেখেছেন। অবরোধের কারণে  মহাখালীর আমতলী মোড় থেকে গুলশান-১ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে      

এর আগে, সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে ৫ ঘণ্টা অবরোধের পর সড়ক ও রেলপথ ছেড়ে দিয়েছিলেন কলেজটির শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে আলোচনার কথা জানালে এই অবরোধ প্রত্যাহার করেন তারা। পরে বিকেল ৩ টায় শিক্ষার্থীদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে যান।   

তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সন্ধ্যা থেকে আবারো সড়ক অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবিতে সচিবালয়ের সামনে অনশনে বসেছেন কলেজের ১৪ জন শিক্ষার্থী   

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। দাবিগুলো হলো —

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক (আলাদা) করতে হবে।

২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে।

৩. তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার রূপরেখা প্রণয়ন করতে হবে।

জেডএস/

 

এ সম্পর্কিত আরও পড়ুন তিতুমীর কলেজে | বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে কমিশন