আর্কাইভ থেকে ফুটবল

৭০০ গোলের মাইলফলকে রোনালদো

৭০০ গোলের মাইলফলকে রোনালদো

রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোনালদোর জয়সূচক গোলে এভারটনকে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

তবে খবর এটি নয়, খবর হচ্ছে- ইতিহাসে নাম লেখালেন পর্তুগিজ মহাতারকা। ক্লাব ফুটবলে প্রথম ফুটবলার হিসেবে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন সি আর সেভেন রোনালদো।

রোনালদো ৭০০ গোলের মাইলফলক ছুঁলেন ৯৪৫ ম্যাচে। ৬৯১ গোল নিয়ে তার পরে আছেন আর্জেন্টাইন খুদেরাজ লিওনেল মেসি।

২০০২-০৩ মৌসুমে রোনালদো তার প্রথম গোলটি করেছিলেন স্পোর্টিং লিসবনের হয়ে। ৭০০ গোলের ৫টি লিসবনের জার্সিতে। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, জুভেন্টাসে ১০১ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল ১৪৪টি।

রোনালদোর মতো একটি মাইলফলক ছুঁয়েছে ইউনাইটেডও। প্রথম গোল খেয়ে প্রিমিয়ার লিগে ১০০ ম্যাচ জেতা প্রথম দল তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন ৭০০ | গোলের | মাইলফলকে | রোনালদো