ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার রিশাব পান্ট দিল্লি ক্যাপিটালস থেকে সরে গেছেন। দিল্লিকে রিটেইন করার সুযোগ দেয়নি পান্ট। তার সরে যাওয়ার কারণ হিসেবে নানারকম আলোচনা উঠেছে। এরমধ্যে টাকা-পয়সার বিষয়টিও উঠে এসেছে। সম্প্রতি অবশ্য সে ধরনের আলোচনার উত্তর দিয়েছেন পান্ট।
ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কারের একটি বক্তব্যের প্রেক্ষিতে পান্ট জানিয়েছেন, দিল্লি ক্যাপিটালস ছাড়ার কারণ কখনোই অর্থের বিষয়ের সাথে জড়িত না।
২০১৬ সাল থেকে দিল্লির অংশ ছিলেন পান্ট। এবার যখন দলগুলো খেলোয়াড় রিটেইন করছে, তখন পান্ট নিজের ইচ্ছাতে দিল্লি ছেড়ে দেন। এর পেছনে বিভিন্ন কারণ বিশ্লেষণ করতে দেখা গেছে অনেককে।
‘স্টার স্পোর্টস’ এর একটি ভিডিওতে সুনীল গাভাস্কার পান্ট ও দিল্লি প্রসঙ্গে জানান, ‘দিল্লি অবশ্যই রিশাব পান্টকে দলে ফেরাতে চাইবে। যখন একজন খেলোয়াড়কে রিটেইন করা হয় তখন, ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়ের মধ্যে ফি নিয়ে আলাপ আলোচনা চলে। কিছু খেলোয়াড়, যাদের রিটেইন করা হয়েছিল- তারা চলে যায় এক নম্বর রিটেইনশন ফি এর সুযোগ তৈরি করতে। এখানে হয়তো কিছু মতবিরোধ হয়েছে।‘
গাভাস্কার আরও বলেন, ‘আমার মনে হয়, দিল্লি অবশ্যই পান্টকে ফেরাতে চায়, কারণ তাদের একজন অধিনায়কও দরকার। যদি রিশাব পান্ট তাদের স্কোয়াডে না থাকে, তাদেরকে নতুন অধিনায়ক খুঁজতে হবে।‘
গাভাস্কারের এমন বক্তব্যের পর পান্ট জানিয়েছেন, ‘আমার রিটেইনশনের সাথে টাকার বিষয় জড়িত না। আমি এটা নিশ্চিতভাবেই বলতে পারি।‘
আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে।
এম এইচ//