আইপিএল আবারও শুরু হচ্ছে। স্থগিত হওয়া ম্যাচগুলো শনিবার (১৭ মে) থেকে মাঠে গড়াবে। এরমধ্যে বড় এক দুঃসংবাদ পেল দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক জানিয়েছেন, তিনি আর অংশ নিবেন না আইপিএলের বাকি অংশে।
এরমধ্যে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি। তিনি এখন দিল্লির একমাত্র বাঁহাতি পেসার।
স্টার্ক এখন নিজেকে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য প্রস্তুত করবেন। দিল্লির হয়ে ১১ ম্যাচ খেলে ১৪ টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। যা দলটির পক্ষে সর্বোচ্চ।
এখনো ফ্যাফ ডু প্লেসি দিল্লিতে ফিরবেন কি না নিশ্চিত করেননি। আরেক তরুণ প্রোটিয়া ব্যাটার ট্রিস্টান স্টাবস অবশ্য নিশ্চিত করেছেন ফেরার বিষয়টি।
দিল্লির আরেক অস্ট্রেলিয়ান মারকুটে ব্যাটার জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক ফিরছেন না। ফলে তার পরিবর্তে মোস্তাফিজুর রহমানকে দলে টানে তারা।
এমএইচ//