আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-আমিরাতের মধ্যে ৪৪০ বিলিয়ন ডলারের জ্বালানি চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ

মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ৪৪০ বিলিয়ন মার্কিন ডলারের একটি জ্বালানি চুক্তি সই হয়েছে। ২০৩৫ সালের মধ্যে দেশ দুটি জ্বালানি খাতে ওই অর্থ বিনিয়োগ করবে।

আবুধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানির প্রধান সুলতান আল জাবেরের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৮টি বিমান ক্রয়ের চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত।

চার দিনের মধ্যপ্রাচ্য সফরের শেষ দিন বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে, সৌদি আরব ও কাতারে যান তিনি। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #আরব আমিরাত #জ্বালানি