ফুটবলের বাইরে কোন জীবন কাটাবেন আনহেল দি মারিয়া? সম্প্রতি সে সম্পর্কে কথা বলেছেন তিনি। ২০ বছরের খেলোয়াড়ি জীবন শেষ করে সাইডলাইনের বাইরে কোচ হিসেবেই হয়তো দেখা যাবে দি মারিয়াকে।
আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের দলে দারুণ ভূমিকা রেখেছেন দি মারিয়া। জাতীয় দল থেকে অবসরের আগে কোপা আমেরিকার দ্বিতীয় শিরোপা ঝুলিতে তুলেছেন তিনি। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেইন্ট জার্মেই এর মতো ক্লাবে নিজের নাম উজ্জ্বল করেছেন এই ফরোয়ার্ড।
এরমধ্যে গত বছর আবারও যুক্ত হয়েছেন বেনফিকা ক্লাবে। যেখানে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে দি মারিয়ার। এই ক্লাবের হয়ে ১৪ টি ম্যাচে ৫ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন তিনি।
সোমবার (১৮ নভেম্বর) ক্লাঙ্ক মিডিয়ার একটি সাক্ষাৎকারে দি মারিয়া বলেন, ‘আমি কোর্স নিয়েছি, কোচ হওয়ার জন্য। আমি এটা করছি সম্ভাবনার খাতিরে।‘
’আমার ৩০ বছর হওয়ার পর থেকে ফুটবলকে আলাদাভাবে দেখার চেষ্টা করি, এটা নিয়ে বিশ্লেষণ করি।‘
‘আমি এটা কেবল খেলোয়াড়দের দৃষ্টি থেকে দেখতে চাই না, এছাড়াও দেখতে চাই কোচের দৃষ্টি থেকে। আমি জানি কোচিং অনেক বেশি কঠিন কারণ এখানে অনেক সময় দিতে হয়। একজন খেলোয়াড় কেবল অনুশীলন করবে, বাড়ি চলে যাবে।‘
এরপর দি মারিয়া যোগ করেন, ‘যখন আমি অবসরে যাব, তখন পরিবারের সঙ্গে সময়টা আনন্দের সাথে কাটাবো। তবে এরপর তা (কোচ) হতে পারে।‘
এম এইচ//