নভেম্বর মাসে আয়োজন হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। সংযুক্ত আরব আমিরাত এই আসরের আয়োজক।
বাংলাদেশের যুবারা দেশ ছাড়ার আগে শনিবার (২৩ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম বলেন, ‘আমরা বর্তমান চ্যাম্পিয়ন। আমাদের এই দলে আগের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া পাঁচজন ক্রিকেটার আছেন। আমরা দারুণ আশাবাদী এবারও শিরোপা জিততে পারব।’
যুব বিশ্বকাপ জয়ের ব্যাপারেও আশাবাদী যুব দলের অধিনায়ক। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে বিশ্বকাপজয়ী কোচ আছেন। এটা খুবই অনুপ্রেরণাদায়ক। আমরা চাই এশিয়া কাপের পাশাপাশি যেন বিশ্বকাপও জিততে পারি। গত তিন-চার মাস ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি। ঘরের মাঠে আরব আমিরাতের বিপক্ষে দাপুটে সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমাদের দলের বন্ধনও অসাধারণ।‘
যুব এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ দল। তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।
আগামী ২৯ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে, এরপর ১ ডিসেম্বর নেপাল ও ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল।
এম এইচ//