জাতীয়

অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করা হবে : সারজিস

বিভিন্ন ইস্যুতে গত কয়েকদিন ধরে উত্তপ্ত রাজধানী ঢাকা। হামলা আর সংঘর্ষে ভাংচুর করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বাদ যায়নি হাসপাতালও। এ অবস্থায় অযৌক্তিক কারণে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে, দেশের স্বার্থে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড  আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

সারজিস আলম লিখেছেন, সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ৷ যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন; তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ৷

এদিকে গতকাল কবি নজরুল ও সরকারি শহিদ সহরোয়ার্দি কলেজে হামলা চালায় ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এর জেরে আজ মাহবুবুর রহমান মোল্লা কলেজে সহরোয়ার্দি কলেজের শিক্ষার্থীরা হামলা চালাতে গেলে সংঘর্ষে জড়ায় এ তিন কলেজের শিক্ষার্থীরা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন সারজিস