ভয় আর রোমাঞ্চ- দুটি একসঙ্গে মিললে যে অভিজ্ঞতা হয় তা ভোলার নয়! আর এমনই এক ব্যতিক্রমী অভিজ্ঞতার আয়োজন করেছে দুবাইয়ের গাড়ি পরিস্কারকারী একটি প্রতিষ্ঠান।
ভুতুড়ে সিনেমার থিমে এক চমকপ্রদ আয়োজন করেছে ওই গাড়ি ধোয়ার কেন্দ্র কর্তৃপক্ষ।
দুবাইয়ের লামসাত আল ফখামা নামের এই গাড়ি পরিস্কারকারী প্রতিষ্ঠানটি তিন বছর আগে এই অভিনব আয়োজন শুরু করে। প্রতিষ্ঠানটির মালিক এমন কিছু করতে চেয়েছিলেন যা সাধারণ পরিষেবা থেকে ব্যাতিক্রম।
গাড়ি পরিস্কারকারী প্রতিষ্ঠানের মালিক ওমর আল-রাফি বলেন, তার ভাই ভৌতিক চলচ্চিত্রের ভক্ত। ভৌতিক চলচ্চিত্র দেখে তাদের মধ্যে এই ধারণা আসে।
সেই থেকে গাড়ি ধোয়ার অভিজ্ঞতাকে ভুতুড়ে সিনেমার পরিবেশে রূপান্তরিত করার চেস্টা শুরু করেন তারা দুই ভাই। প্রথমে এই ধারণাটি কল্পনা মনে হতো। কিন্তু শুরু করার পর মানুষ ব্যাপক আগ্রহী হয়ে উঠল।
রাফি জানিয়েছেন, প্রথম দিকে তারা ভাবেননি যে, এটি এতটা জনপ্রিয় হবে। কিন্তু পরে গ্রাহকদের ভয়ের অভিজ্ঞতা, চিৎকার, উত্তেজনা এবং মজা দেখে বুঝতে পারলেন এটি সত্যিই বিশেষ কিছু!
তাদের প্রতিষ্ঠানে গেলে প্রথমে গ্রাহকরা কিছুই আঁচ করতে পারেন না। তাদের কাছে মনে হয় এটি আর দশটা গাড়ি পরিষ্কার কেন্দ্রের মতোই। কিন্তু গাড়ি নিয়ে ভেতরে ঢোকার পর ভয়ের আসল চিত্র তুলে ধরা হয় ।
গাড়ির দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের ভিন্ন এক জগতে প্রবেশ করানো হয়। ভয়ংকর রোবটিক কণ্ঠস্বর, অদ্ভুত আওয়াজ, এবং ভুতুড়ে আলোর ঝলকানিতে তৈরি করা হয় এক রোমাঞ্চকর পরিবেশ। পরিস্কারকারী কর্মীরা প্রতিবার নতুন থিম নিয়ে ভয়ানক এবং রোমাঞ্চকর আচরণ করেন।
প্রতিষ্ঠানটির মালিক ওমর আল রাফি জানিয়েছেন, তারা সবসময় চেষ্টা করেন প্রত্যেক গ্রাহককে ভিন্ন অভিজ্ঞতা দিতে। প্রতিবারই তাদের কর্মী এবং পরিবেশ বদল করা হয়। গ্রাহকদেরকে নতুন চমক এবং আনন্দ দিতেই তাদের এই প্রচেষ্টা।
মুবারাক নামের একজন গ্রাহক ফালাহ এবং আহমেদ নামে তাঁর দুই বন্ধুকে নিয়ে সেখানে গিয়েছিলেন। মোবারক বলেন, ভয় আর রোমাঞ্চ একসঙ্গে উপভোগ করার মতো অনন্য অভিজ্ঞতা নিয়েছেন সেখান থেকে। তার বন্ধুরাও খুব মজা করেছে। তিনি সবাইকে অন্তত একবার সেখানে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এসি//