পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে ইমরান খানের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে একজন পুলিশ নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই জানিয়েছে, বিক্ষোভকারীদের মধ্যেও অনেকে আহত হয়েছেন।
সোমবার (২৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদে ইমরান খানের মুক্তির দাবিতে মিছিলকে ঘিরে শহরজুড়ে নিরাপত্তা লকডাউন আরোপ করা হয়েছে। প্রধান সড়কগুলোতে ব্যারিকেড বসানো হয়। গণপরিবহন বন্ধ রাখা হয় এবং স্কুলও বন্ধ ঘোষণা করা হয়।
পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী উজমা বুখারি জানিয়েছেন, কোনভাবেই তাদের রাজধানী আক্রমণ করতে দেবেন না। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ইমরান খানের ৮০ জন সমর্থককে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে, পিটিআই অভিযোগ করেছে যে সরকার বিক্ষোভকারীদের দমন করতে সহিংস কৌশল ব্যবহার করছে। শত শত কর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের দাবি, নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে, যা সরকার অস্বীকার করেনি।
এই বিক্ষোভ এমন সময়ে শুরু হয়েছে, যখন দেশটি বেলারুশের প্রেসিডেন্টের সফরের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইন্টারনেট পরিষেবা এবং হোয়াটসঅ্যাপ মেসেজিংও সীমিত করা হয়েছে।
ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা বিবি এবং মুখ্যমন্ত্রী আলি আমিন গন্ডাপুরও এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন। বুশরা ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি ও সহিংসতার প্ররোচনার অভিযোগ বরাবর অস্বীকার করেছেন।
জেডএস/