খেলাধুলা

পাকিস্তানকে হাইব্রিড মডেলের প্রস্তাব দেবে আইসিসি!

স্পোর্টস ডেস্ক

ছবি: গেটি ইমেজ

চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে, তা জানা যাবে শীঘ্রই। মূলত পাকিস্তানের আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। তবে ভারতীয় দল পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছে। এরমধ্যে আনুষ্ঠানিকভাবেই এই সিদ্ধান্ত জানিয়েছে ভারত।

আসছে শুক্রবার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে সকল বোর্ড পরিচালকরা উপস্থিত থাকবেন এবং সেখান থেকেই এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।

পাকিস্তান অবশ্য জানিয়েছে, ফেব্রুয়ারির ১৯ থেকে মার্চের ৯ তারিখ পর্যন্ত আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফির আয়োজনে হাইব্রিড মডেল অগ্রহণযোগ্য। তবে আইসিসির বৈঠকে প্রস্তাব করার কথা রয়েছে, ১০ টি ম্যাচ পাকিস্তানে ও ৫ টি ম্যাচ অন্য কোনো দেশে- যেখানে একটি সেমিফাইনাল ও ফাইনালও থাকবে।

আইসিসি চিন্তা করছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বা আবু ধাবিকে কেন্দ্র করে হাইব্রিড মডেলের পরিকল্পনা হতে পারে। অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কী ধরনের সিদ্ধান্ত নেবে, তা এখনো পরিস্কার নয়। আইসিসির হাইব্রিড মডেলের প্রস্তাব সহজভাবে গ্রহণ করবে না পিসিবি, এমনটাই এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে।

এর আগে, পাকিস্তান এ দল ও শ্রীলঙ্কা এ দলের মধ্যকার সিরিজের শেষ দুই ম্যাচ স্থগিত করেছে পিসিবি। কারণ সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদ রাজনৈতিক কারণে বেশ উত্তাল হয়ে আছে। ফলে বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সিরিজের প্রথম ম্যাচটি খেলেই পাকিস্তান ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়নস ট্রফি | পাকিস্তান | আইসিসি