ক্রিকেট

ভারতের বিপক্ষে সিরিজসেরা, বাদ পড়লেন পরের ম্যাচেই

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচ শুরুর আগেই একাদশ জানিয়ে দিয়েছে দলটি। কিছুদিন আগেই ভারতের বিপক্ষে ৩-০ তে টেস্ট জেতা নিউজিল্যান্ড একাদশের পরিবর্তন নিয়ে কিছুটা আলাপ উঠে যায়।

ভারতের সঙ্গে ৩ ম্যাচে ৪৮.৮০ গড়ে ২৪৪ রান করেন উইল ইয়াং। তার ঝুলিতে উঠেছিল সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তবে তিনি জায়গা হারিয়েছেন ক্রাইস্টচার্চ টেস্টে। মূলত কেন উইলিয়ামসন ফিরেছেন ইনজুরি থেকে। উইলিয়ামসনকে জায়গা করে দিতেই একাদশে থাকা হলো না ইয়াং এর। ভারত সিরিজে উইলিয়ামসনের ৩ নম্বর পজিশনে খেলেছেন তিনি। কুঁচকিতে চোট পাওয়া উইলিয়ামসনের ফেরা কিউইদের জন্য স্বাভাবিকভাবেই বেশ স্বস্তির।

বুধবার (২৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে কথা বলেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

ইয়াং এর বাদ পড়ার বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘সে (ইয়াং) ভারতে অসাধারণ খেলেছে এবং আমাদের জন্য অনেক করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সিরিজে সে যা করেছে, তা এখানে বিবেচনায় নেয়া যাচ্ছে না।‘ ইয়াং এর জন্য খারাপ লাগছে ল্যাথামের, সে কথা জানিয়েছেন। তবে উইলিয়ামসনের একাদশে ফেরা দলকে অনুপ্রাণিত করবে। ক্রাইস্টচার্চের ম্যাচ দিয়ে নাথান স্মিথের অভিষেক হচ্ছে। এই পেসার এখন পর্যন্ত ২ টি ওয়ানডে খেলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫৩ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ১৪৪ উইকেট। 

 

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), নাথান স্মিথ, টিম সাউদি, ম্যাট হেনরি ও উইল ও’রুরক।

এ সম্পর্কিত আরও পড়ুন নিউজিল্যান্ড | ইংল্যান্ড | উইল ইয়াং