আন্তর্জাতিক

বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে বিজেপির বিক্ষোভ

বাংলাদেশে হিন্দু ভাইদের কিছু হলে চুপ করে বসে থাকব না: পশ্চিমবঙ্গ বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বুধবার (২৭ নভেম্বর) পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধী দলীয় নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্র পালের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে বিক্ষোভ করেন।

বিক্ষোভের সময় অগ্নিমিত্র পাল ভারতীয় সংবাদমাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) বলেন,  অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ও বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যদি ক্ষতি করা হয়, তবে পশ্চিমবঙ্গের হিন্দুরা চুপ থাকবে না।

 আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে কোন ধরনের সহিংসতা মেনে নিব না। যদি চিন্ময় প্রভুজি অথবা আমাদের হিন্দু ভাইদের কিছু হয়, তব আমরা চুপ করে বসে থাকব না।

এর আগে, মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গ বিধানভার বাইরে বিক্ষোভ করেন শুভেন্দু অধিকারী ও দলটির অন্যান্য নেতাকর্মীরা। 

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ নভেম্বরদুপুরে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় চট্রগ্রামের একটি আদালত। সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে গেলো ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে এ মামলা হয়। মামলাটি করেন চট্রগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয় 

 

 এনএস/ 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন বিজেপি