ক্রিকেট

ভারতের দিকে আঙুল তুলে ক্ষোভ ঝাড়লেন আফ্রিদি

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছে ভারত।  যে কারণে ইন্টার ন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে প্রস্তাব দেওয়া হয়েছে 'হাইব্রিড' মডেলের। 

তবে সে প্রস্তাব মেনে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংস্থাটির এই অবস্থান পূর্ণ সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। একই সঙ্গে ভারতের উপর ক্ষোভ ঝেড়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি লিখেছেন, 'বিসিসিআই খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনিশ্চিত অবস্থায় ফেলেছে।'

সাবেক এই তারকা অলরাউন্ডার আরও বলেন 'হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানকে পূর্ণ সমর্থন করছি, বিশেষ করে যেহেতু পাকিস্তান (নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও) ২৬/১১ এর পর দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজসহ পাঁচবার ভারত সফর করেছে। আইসিসি ও এর পরিচালনা পর্ষদের নিরপেক্ষতা বজায় রাখার এবং তাদের কর্তৃত্ব দেখানোর সময় এসেছে'। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ক্ষোভ | আফ্রিদি