বাংলাদেশ

সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম

পাচারের টাকা ফেরত আনতে এফবিআই’র সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে সরকার

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গেলো ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাসহ (এফবিআই) বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে বৈঠকে বসতে যাচ্ছে অর্ন্তবর্তী সরকার। 

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

শফিকুল আলম জানিয়েছেন, গত ১৫ বছরে লুটপাট করে যে টাকা দেশের বাইরে পাঠানো হয়েছে, সেই টাকা ফেরত আনার চেষ্টা করা হবে সরকারের অন্যতম একটি অঙ্গীকার। সেই লক্ষ্যে ১০ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাসহ (এফবিআই) এ বিষয়ে যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান কাজ করে, তাদের সঙ্গে বৈঠক করা হবে।

রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক  অবস্থা খতিয়ে দেখতে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান উপদেষ্টার কাছে একটি রিপোর্ট হস্তান্তর করেছে। 

প্রতিবেদনে বলা হচ্ছে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে বছরে গড়ে ১৬ বিলিয়ন (১৬০০ কোটি) ডলার পাচার হয়েছে। এ হিসাবে শেখ হাসিনার ১৫ বছরে পাচার হয়েছে ২৪০ বিলিয়ন ডলার। 

 

এনএস/ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন এফিবিআই