দুর্ঘটনা

বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত-৩

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। নিহতরা সবাই সাভারের বাসিন্দা।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকার এসএন সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মজিবুর রহমানের ভাগিনা হাকীম কোম্পানি বলেন, তার মামাসহ ৫ জন প্রাইভেট কার নিয়ে সাভার যাবার পথে বলিয়ারপুরে সাভারমুখী লেনে ইউটার্ন নেয়ার সময় ঢাকা-পাবনা রুটে চলাচলকারী সি-লাইন পরিবহনের দ্রুতগতির একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে তার মামাসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং দুই জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে একজনকে সাভারের এনাম মেডিকেলে ও অপরজনকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার পরিদর্শক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত বাসচালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, এ ঘটনায় নিহতরা হলেন- সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক ইউপি সদস্য নাজিমউদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর। এদের মধ্যে মজিবুর রহমান গাড়ি চালাচ্ছিলেন। আহত দুইজন হলেন শাহাবুদ্দিন ও আব্দুল জলিল।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন সাভার