ফুটবল

আরদা গুলারকে পানি দিলেন না লিভারপুল ফিজিও

ডারউইন নুনেজকে চিকিৎসা দিতে লিভারপুলের ফিজিও জোনাথন পাওয়ার মাঠে এসেছিলেন।  তখন রিয়াল মাদ্রিদের তরুণ ফুটবলার আরদা গুলার সেই ফিজিওর ব্যাগ থেকে একটি পানির বোতল নিতে চেয়েছিলেন। 

কিন্তু জোনাথন তার ব্যাগ দ্রুতই অন্য দিকে সরিয়ে নেন এবং আরদা গুলারের থেকে একটু দূরে চলে যান।  লিভারপুলের ফিজিওর এমন আচরণে তুর্কি তারকা কিছুটা হতবাক হয়ে তাকিয়ে থাকেন।  এরপর অবশ্য অন্য একটি ব্যাগ থেকে পানি পান করেন। 

গেলো বুধবার চ্যাম্পিয়নস লিগে লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচে ঘটেছে এই ঘটনা।  যার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। 

প্রতিপক্ষের কাছে পানি খাওয়ার ঘটনা ফুটবল মাঠে হরহামেশাই দেখা যায়।  তাই লিভারপুল ফিজিও এমন আচরণ নিয়ে ফুটবল ভক্তদের মাঝে দেখা দিয়েছে নানা সমালোচনা। স্প্যানিশ সংবাদ মাধ্যম AS এমন আচরণ "কুৎসিত" বলে অভিহিত করেছে।  

লিভারপুলের মাঠ এন্ডফিল্ডে অনুষ্ঠিত সেই ম্যাচটিতে রিয়ালের বিপক্ষে  ২-০ গোলে জয় পেয়েছিলো অলরেডরা। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ফিজিও | লিভারপুলের