বিএনপি

ষড়যন্ত্র বন্ধ করতে নির্বাচনী রোডম্যাপ দরকার: বিএনপি

বায়ান্ন প্রতিবেদন

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি

খন্দকার মোশাররফ হোসেন বলেন, পতিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে। বিদেশের যেসব দেশ পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে বৈঠকে তাদের বিরুদ্ধে সবাই ঐক্যমত প্রকাশ করেছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা করছে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য সৃষ্টি করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। এই সরকার জনগণের অধিকার ফিরিয়ে দিতে ওয়াদাবদ্ধ। তাই আমরা অতি দ্রুত সংস্কারকাজ শেষ করে নির্বাচনের জন্য রোডম্যাপ দিতে বলেছি। যাতে জনগণ রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয় এবং বর্তমানে যেসব ষড়যন্ত্র হচ্ছে, তখন আর কেউ এই ষড়যন্ত্র করতে সাহস পাবে না

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রমুখ উপস্থিত ছিলেন

বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়াও প্রধান উপদেষ্টার সাথে এদিন বৈঠক করেন নাগরিক ঐক্যবাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিগণসংহতি আন্দোলনজাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টিন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত মজলিশ ও বাংলাদেশ খেলাফত আন্দোলনআমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ(জিওপি) নেতারা।

 

 

 

 

 এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপি