বাংলাদেশ

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয় : শফিকুর রহমান

বায়ান্ন প্রতিবেদন

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা ঐক্যবদ্ধ। সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয়, সেটার জন্য আমরা সহযোগিতা করবো। অপপ্রচার মোকাবিলায় আমরা সরকারের সঙ্গে কাজ করছি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হয়। 

সরকারকে সহযোগিতা করছেন দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, দেশবাসী আগামী দুই একদিনের মধ্যে সুখবর পাবেন আশা করি। আমরা কারও পাতা ফাঁদে পা দিব না। কারও কাছে মাথা নত করবো না, আবার সীমালঙ্ঘনও করবো না।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে। চলমান ষড়যন্ত্রও আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো। দেশি-বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে আমাদের।

প্রধান উপদেষ্টার এ বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া মো. গোলাম পরোয়ার, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

জামায়াতে ইসলামী ও বিএনপি ছাড়াও প্রধান উপদেষ্টার সাথে এদিন বৈঠক করেন নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত মজলিশ ও বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ(জিওপি) নেতারা।

উল্লেখ্য, গেলো ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে 'হিন্দু সংঘর্ষ সমিতি' নামে একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা হামলা হয়, যাকে পূর্বপরিকল্পিত হিসেবে বর্ণনা করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। এসব পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে বিভিন্ন দলের সাথে সংলাপ করেছেন প্রধান উপদেষ্টা।  

 

জেডএস/