বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ

সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার শপথ

বায়ান্ন প্রতিবেদন

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে অন্তর্বর্তী সরকারের সাথে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলো। বুধবার (০৪ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে অংশ নিয়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন প্রস্তাব দেন তারা

বৈঠকে ভারতে বাংলাদেশবিরোধী বিভিন্ন তৎপরতা, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ ইত্যাদির তীব্র নিন্দা জানায় রাজনৈতিক দলগুলো।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশকে মুছে দিতে কল্পকাহিনি প্রচার করা হচ্ছে। আর এই অপপ্রচারকে ঠেকাতে সংলাপে উপস্থিত রাজনৈতিক দলগুলোকে এদিন এক জোট হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসর্বদলীয় বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াতসহ বেশিরভাগ রাজনৈতিক দল। সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠকটি শেষ হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেওয়া বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে আছেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খাননজরুল ইসলাম খানআমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন 

অন্যদিকে আমির শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির মজিবুর রহমানসেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারসহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন আজকের বৈঠকে ছিলেন। 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম ও সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমগণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি মোশরেফা মিশুজাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দারবাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উপদেষ্টা খালেকুজ্জামাননাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাবিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকগণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিগণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানএবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ফুয়াদ বৈঠকে অংশ নেন

বৈঠকে আরও অংশ নেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির শহীদউদ্দিন মাহমুদবাংলাদেশ জাসদের শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানজাতীয় মুক্তি কাউন্সিলের ফয়জুল হক লালাজাতীয় জোটের এহসানুল হুদারাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুমবিকল্প ধারা বাংলাদেশের (একাংশ) নুরুল আমিন ব্যাপারীভাসানী অনুসারী পরিষদের রফিকুল ইসলাম বাবলুবাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হকখেলাফত মজলিসের আবদুল বাসিত আজাদ ও জাহাঙ্গীর হোসেনজমিয়তে ওলামায়ে ইসলামের আবদুর রব ইউসুফী ও মঞ্জুরুল ইসলাম আফেন্দিএনপিপির ফরিদুজ্জামান ফরহাদবাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমবাংলাদেশ খেলাফত আন্দোলনের মুফতি ফখরুল ইসলামগণ অধিকার পরিষদের (ফারুক) সদস্যসচিব ফারুক হাসানজাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের ববি হাজ্জাজজাগপার (একাংশ) রাশেদ প্রধানএনডিপির আবু তাহের প্রমুখ

আরও কিছু রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেনবৈঠক থেকে বের হয়ে রাজনৈতিক দলগুলো গণমাধ্যমের সাথে কথা বলেন। 

ষড়যন্ত্র বন্ধ করতে নির্বাচনী রোডম্যাপ দরকার: বিএনপি

নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না বলে এদিন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

খন্দকার মোশাররফ হোসেন বলেনপতিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে। বিদেশের যেসব দেশ পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে বৈঠকে তাদের বিরুদ্ধে সবাই ঐক্যমত প্রকাশ করেছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা করছে

তিনি আরও বলেনপ্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য সৃষ্টি করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। এই সরকার জনগণের অধিকার ফিরিয়ে দিতে ওয়াদাবদ্ধ। তাই আমরা অতি দ্রুত সংস্কারকাজ শেষ করে নির্বাচনের জন্য রোডম্যাপ দিতে বলেছি। যাতে জনগণ রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয় এবং বর্তমানে যেসব ষড়যন্ত্র হচ্ছেতখন আর কেউ এই ষড়যন্ত্র করতে সাহস পাবে না

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয় : শফিকুর রহমান

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা ঐক্যবদ্ধ। সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয়সেটার জন্য আমরা সহযোগিতা করবো। অপপ্রচার মোকাবিলায় আমরা সরকারের সঙ্গে কাজ করছি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এমনটাই জানান জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান।

সরকারকে সহযোগিতা করছেন দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, দেশবাসী আগামী দুই একদিনের মধ্যে সুখবর পাবেন আশা করি। আমরা কারও পাতা ফাঁদে পা দিব না। কারও কাছে মাথা নত করবো নাআবার সীমালঙ্ঘনও করবো না

তিনি আরও বলেনজাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে। চলমান ষড়যন্ত্রও আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো। দেশি-বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে আমাদের

 

এনএস/ 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন রাজনৈতিক