খেলাধুলা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

পাকিস্তানকে ১১৬ রানে গুঁড়িয়ে দিলো বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

দারুণ পারফরম্যান্স করে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশের যুবারা।

দুবাইতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে সব উইকেট হারিয়ে বসে পাকিস্তান। এতে তাদের দলীয় সংগ্রহ থামে ১১৬ রানে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩২ রান সংগ্রহ করেন ফারহান ইউসুফ।

বাংলাদেশের পক্ষে বল হাতে ইকবাল হোসেন ইমন ২৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। মারুফ মৃধা ২ টি, দেবাশিষ দেবা ও আল ফাহাদ ১ টি করে উইকেট নিয়েছেন।

১১৭ রানের লক্ষ্যে ফাইনালে ওঠার জন্য ব্যাট করতে নামবে বাংলাদেশ। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল | পাকিস্তান | অনূর্ধ্ব-১৯