সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাংলাদেশে আসবেন। এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
শনিবার (৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে ‘গণআকাঙ্খা মঞ্চ’ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ভারত জুলাই অভ্যুত্থান ঠেকাতে পারেনি, শেখ হাসিনার পতন ঠেকাতে পারেনি। তাই তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হাসিনা শুধুমাত্র বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাংলাদেশে আসবে। এছাড়া তার বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই।
ফরিদা আখতার রাষ্ট্রের ক্ষমতা ও দায়িত্ব প্রসঙ্গে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসেনি, এটা ক্ষমতা নয়, আমরা দায়িত্বে গিয়েছি। ক্ষমতায় বসার কোনও যোগ্যতা আমাদের নেই।
এরপর তিনি যোগ করেন ‘যারা নির্বাচিত হয়ে আসবে, তারা যেন ‘ক্ষমতায়’ না বসে এই চেষ্টা করতে হবে। এটাই হবে সংস্কার। আমরা কাউকে আর ক্ষমতায় দেখতে চাই না। ক্ষমতা যে কী ভয়াবহ জিনিস সেটা আমরা দেখেছি। দায়িত্ব যারা নেবেন, যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চান, তাদের আগেই বার্তাটা দিতে হবে, আপনারা ক্ষমতায় যাচ্ছেন না। আপনারা যদি দায়িত্ব নিতে চান তাহলে নির্বাচন করেন। তা না হলে নির্বাচন করার কোনও অধিকার নেই।‘
এম এইচ//