ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি’অর পুরস্কার জেতেননি, জিতেছেন রদ্রি। যা নিয়ে এখনো আলোচনা ও বিতর্ক চলমান। ফুটবল বিষয়ক কোনো আলাপ-আলোচনা উঠলে, সেখানে এই আলাপ উঠে আসে খুব যথাযথভাবেই। এবার এ প্রসঙ্গে মন্তব্য করেছেনসাবেক ব্রাজিলিয়ান ‘গ্রেট’ ফুটবলার রোনালদো নাজারিও।
শনিবার (৭ ডিসেম্বর) মার্কা’কে একটি ছোট সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো।
রোনালদো বলেন, ‘আমার মতামত পরিস্কার। রদ্রিকে ছোট না করে বলছি, ভিনিসিয়াসের ব্যালন ডি’অর পাওয়া উচিত ছিল। আমরা একটা দারুণ সুযোগ মিস করেছি তাকে বিশ্বের সেরার খেতাবটা না দিয়ে।‘
‘গত মৌসুমে ভিনিসিয়াস অনেক বেশি সিদ্ধান্তমূলক ছিলেন।‘
স্পেন ও ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রির হাতে উঠেছে এবারের ব্যালন ডি’অর। যদিও ভিনিসিয়াসের সঙ্গে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। এমনকি সাধারণ দর্শকরা শুরু থেকে ধারণা করছিলেন, ভিনিসিয়াসের হাতেই উঠতে যাচ্ছে ব্যালন ডি’অর। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে রদ্রি জয় করে নেন এই আকাঙ্ক্ষিত পুরস্কার।
ভিনিসিয়াস জয়ী না হওয়াতে অনেকরকম আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে। সেই আলোচনাগুলো এখনো চলমান রয়েছে বিভিন্ন মাধ্যমে।
এম এইচ//