সুপ্রিম কোর্টের আদেশের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। মাদুরোর সরকারের এই ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েই সুর নরম করেছেন।
রোববার (০৪ জানুয়ারি) রাতে দায়িত্ব নেয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে তিনি বলেন, তার সরকার যুক্তরাষ্ট্রে সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চায়।
এসময় তিনি আন্তর্জাতিক আইনী কাঠামোতে পারস্পরিক উন্নয়নে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে মার্কিন সরকারকে আমন্ত্রণ জানান।
এসএইচ//