অর্থনীতি

দেশের বাজারে বাড়লো সয়াবিন তেলের দাম

লিটারে ৮ টাকা বাড়িয়ে বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৫ টাকা নির্ধারণ করেছে সরকার।

সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ এডিবল অয়েল ওনার্স এ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সিদ্ধান্ত অনুযায়ী, বাজারে খোলা সয়াবিন তেলের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার খোলা তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৫৭ টাকা। নতুন দাম আজ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরবরাহ সংকট হয়েছে। এর ফলে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ব্যবসায়ীরা মজুতদারি করছে, সেই তৎপরতাও লক্ষ্য করা গেছে। নতুন  নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রি এবং বাজারে ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদার করা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন সয়াবিন