খেলাধুলা

মহারাজের ভেল্কিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা যেভাবে চতুর্থ দিন শেষ করেছে, তাতে জয়ের হাওয়া অনেকখানি গায়ে চড়িয়েছিল দলটি। তবে শেষদিনে মাত্র ১৯ রান যোগ করতেই পুরো ধস নামলো লঙ্কান শিবিরে। এতে ১০৯ রানের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা।

শেষ দিনে হাতে ৫ উইকেট রেখে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৪৩ রান। অপরাজিত দুই ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস দুজনেই ৩৯ রান ব্যক্তিগত খাতায় নিয়ে দিন শুরু করেন। তবে দলটি ২১৯ রান থেকে ২৩৮ রানে আসতেই সবগুলো উইকেট পড়ে যায়। এখানে প্রোটিয়াদের জয়ের নায়ক কেশভ মহারাজ।

এর আগে সিরিজের প্রথম টেস্টেও দারুণ এক জয় পায় দক্ষিণ আফ্রিকা। ফলে সিরিজটি ২-০ ব্যবধানে শেষ হলো।

আজ প্রোটিয়াদের পক্ষে মহারাজ একাই নিয়েছেন ৩ উইকেট। বাকি দুই উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ও মার্কো জানসেন। সবমিলিয়ে ইনিংসে ৫ উইকেট সংগ্রহ করেছেন মহারাজ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে এখন দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ সামনের বছর ফাইনাল খেলার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলো তারা। প্রোটিয়াদের শতকরা পয়েন্ট ৬৩.৩৩, দুইয়ে নেমে যাওয়া অস্ট্রেলিয়ানদের ৬০.৭১, অন্যদিকে শতকরা ৫৭. ২৯ পয়েন্ট নিয়ে ভারত আছে ৩ নম্বরে।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন দক্ষিণ আফ্রিকা | শ্রীলঙ্কা