জয় করা ট্রফি কাঁধে নিয়ে ফিরছেন বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ট্রফি কাঁধে নেওয়া দেখে অনেকের মাথায় আরেকটি দৃশ্য চলে আসতেও পারে। উয়েফা নেশন লিগ জিতে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এভাবেই ট্রফি ঘাড়ে চাপিয়েছিলেন।
তামিম রোনালদোকে অনুসরণ করেছেন কিনা সেটা অজানা। কিন্তু এই ট্রফি কাঁধে তুলতে এই টাইগার কাপ্তান দলের হয়ে যে বড় ভূমিকা রেখেছেন সেটা সবারই জানা।
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতা টাইগার যুবারা সোমবার রাতে ঢাকায় ফিরেছে।
এশিয়া কাপ ধরে রাখা অনূর্ধ্ব ১৯ দল পুনরুদ্ধার করবে বিশ্বকাপও। এমনটাই চাওয়া তামিমের।