স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের অনেক কিছু ধ্বংসের পাশাপাশি মানুষের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে চেয়েছিলো। তবে দেশকে নিয়ে এখনো সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা বাস্তবায়নে মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। মানুষের সেই প্রত্যাশা পূরণে আমাদের নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে বলে জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লায় বিএনপি নেতা-কর্মীদের অংশগ্রহণে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘বিএনপির ওপর মানুষের আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। আর এ জন্য আমাদের ওঠাবসা, কাজকর্ম ও কথাবার্তা এমন হতে হবে, যাতে মানুষ আমাদের ওপর আস্থা ধরে রাখতে পারে। সবার প্রচেষ্টার মধ্য দিয়ে এ কাজ করতে হবে।’
৩১ দফা নিয়ে তিনি বলেন, বিএনপি আগামীতে সরকার গঠন করলে কী করতে চায়, সেই বিষয়গুলোর বর্ণনা আছে ৩১ দফায়। গত কয়েক মাসে সমাজের বিভিন্ন ব্যক্তি বা সংগঠন রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে পুনর্গঠনে সংস্কারের কথা বলেছেন। বিএনপি কিন্তু এ কথা দুই বছর আগ থেকেই বলে আসছে।
বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ‘আমার বাবাকে দেশের জন্য কাজ করায় শহীদ হতে হয়েছে ষড়যন্ত্রকারীদের হাতে। আমার ভাইকেও শহীদ হতে হয়েছে বা মারা গিয়েছে ষড়যন্ত্রকারীদের অত্যাচারে। আপনারা দেখেছেন, আমার মাকে কীভাবে অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয়েছে। বাংলাদেশের বিএনপির বহু নেতা–কর্মীর পরিবারের কাহিনী একই রকম। অনেক নেতা–কর্মীর এই কষ্ট সহ্য করতে হয়েছে ১৬ বছর ধরে।’
নেতা–কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, যে দলের ৬০ লক্ষ নেতা-কর্মী গায়েবি মামলা ও অত্যাচারের শিকার হয়েছে, সেই দলের ওপর এ দেশের মানুষ প্রত্যাশা রাখে। তাই আমাদের প্রস্তুত করতে হবে মানুষের জন্য। নিজের কথা নয়, আমাদের দেশ ও মানুষের কথা ভাবতে হবে।
কর্মশালার উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক আমিন উর রশিদ, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম প্রমুখ।
আই/এ