আন্তর্জাতিক

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। ছবি- সংগৃহীত

আগামী ২০ জানুয়ারি ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটনে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এই শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। খবর- আলজাজিরা।  

ট্রাম্পের ক্ষমতাগ্রহণ-সংক্রান্ত প্রস্তুতি দলের মুখপাত্র ক্যারোলিন লেভিত বৃহস্পতিবার ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেয়ার সময় বিষয়টি নিশ্চিত করেছেন। চিরবৈরী দেশ দুটির মধ্যে সম্পর্ক উন্নয়নের স্বার্থে এই আমন্ত্রণ এমনটি জানিয়েছে ক্যারোলিন লেভিত।

তবে বিশেজ্ঞরা ধারণা করছেন, শি জিনপিং এই আমন্ত্রণ গ্রহণ নাও করতেন পারেন। এদিকে ট্রাম্পের এই আমন্ত্রণের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিংয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,আপনাদের কাছে বলার মত বর্তমানে আমার কাছে কিছু নেই।

গেল ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রাম্পের