বাংলাদেশ

চলে গেলেন কবি হেলাল হাফিজ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

আধুনিক সময়ের আলোচিত কবি হেলাল হাফিজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে শাহবাগের একটি আবাসিক হোটেল থেকে তাকে অচেতন অবস্থায় বিসএমএমইউতে আনা হয়। জানা যায়, হেলাল হাফিজ হোটেলের বাথরুমে পড়ে যান, এরপর রক্তক্ষরণ হয়েছে তার।

কবি হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারেরও বেশি।

লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন। তিনি ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়াও বিভিন্ন পুরস্কার সম্মাননায় ভূষিত হয়েছেন এই কবি। তিনি প্রেম ও বিপ্লবের কবি হিসেবে পরিচিত ছিলেন।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন হেলাল হাফিজ | মৃত্যু