বিনোদন

পদপিষ্ট হয়ে নারীর মৃত্যু

'পুষ্পা' খ্যাত আল্লু অর্জুন গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

দক্ষিণি সুপারস্টার পুষ্পা খ্যাত আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে চিক্কদপল্লি পুলিশ স্টেশনে নেয়া হয়েছে।

গত সপ্তাহে পুষ্পা-২ সিনেমা মুক্তি পায়। এরমধ্যে বুধবার (৪ ডিসেম্বর) হায়দ্রাবাদের আরটিসি ক্রসরোডের চিক্কদপল্লির সন্ধ্যা থিয়েটারে পুষ্পা ২, দ্য রুল সিনেমার প্রিমিয়ার শো ছিল।

সন্ধ্যায় থিয়েটারে প্রিমিয়ার চলাকালে হঠাৎ হাজির হন আল্লু অর্জন ও তার নিরাপত্তাকর্মীরা। আল্লুর এই আগমনে দর্শকরা বেশ উচ্ছসিত হয়ে পড়ে। বেড়ে যায় ভিড়। এই নায়ককে দেখার জন্য সবাই হুড়োহুড়ি শুরু করে।

এরমধ্যে রেবতী নামে একজন নারী পদপিষ্ট হয়ে মারা যান। ওই নারী তার ছেলে ও স্বামীসহ উপস্থিত ছিলেন সেখানে। রেবতীর ছেলে ও স্বামীও এই ঘটনায় আহত হয়েছেন।

এ ব্যাপারে দায়ের করা মামলায় ৮ দিন পর আল্লু অর্জুনকে গ্রেপ্তার করলো পুলিশ। রেবতীর পরিবার ও পুলিশ জানায়, আল্লু যে সিনেমা হলে আসবেন- তা আগে থেকে জানানো হয়নি। এমনকি হলের মধ্যে নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এম এইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন আল্লু অর্জন | গ্রেপ্তার