খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ইমাদ ওয়াসিম

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তান অলরাউন্ডার ইমাদ ওয়াসিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি ২০১৫ সাল থেকে শুরু করে চলতি বছর পর্যন্ত ১৩০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন।

ইমাদ সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৫ সালে তার আন্তর্জাতিক অভিষেক হয়।

পাকিস্তান যখন ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে, তখন দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ী বার্তায় ইমাদ ওয়াসিম লেখেন, সকল ভক্ত ও সমর্থকদের উদ্দেশ্যে, অনেক চিন্তা-ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। পাকিস্তানকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করা আমার জন্য সবচেয়ে বড় সম্মানের। যখনই আমি সবুজ জার্সি পরেছি, তা আমার জন্য এক ভুলতে না পারা মুহূর্ত।

আপনাদের অটুট সমর্থন, ভালোবাসা, আবেগ আমার জন্য সবসময় বড় শক্তি ছিল। ওপর থেকে নিচে, আপনাদের উৎসাহ ছিল দেশের জন্য সেরাটা দেয়ার আকুতি।

যখন এই অধ্যায় শেষের দিকে, আমি আমার ক্রিকেট যাত্রা ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজির মধ্যে রাখতে চাই। আশা করি আপনাদেরকে নতুনভাবে আনন্দ দিতে পারবো। সবকিছুর জন্য ধন্যবাদ, পাকিস্তান।‘

এর আগেও একবার অবসর নিয়েছিলেন ইমাদ। পিএসএলে দারুণ পারফরম্যান্স করে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবসর ভেঙে ফেরেন তিনি। 

পুরো ক্যারিয়ারে ১৫৪০ রান ও ১১৭ টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন ইমাদ ওয়াসিম | পাকিস্তান | অলরাউন্ডার | অবসর