অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা শেহেরিয়ার মুনওয়ার ও অভিনেত্রী মাহিন সিদ্দিকী।
বুধবার (১৮ ডিসেম্বর) পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, শেহেরিয়ার-মাহিনের বিয়ে-পূর্ব অনুষ্ঠান ‘ধোলকির’ মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে শেহেরিয়ারকে বাদামি কুর্তা ও মাহিনকে হলুদ জামায় দেখা যায়।
অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে সুপরিচিত শেহেরিয়ার। মাহিন বেশ কয়েকটি ড্রামা সিরিজে অভিনয় করে অর্জন করেছেন জনপ্রিয়তা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ধোলকি অনুষ্ঠানের আয়োজন করেন নির্মাতা ও প্রযোজক অসিম রেজা। অনুষ্ঠানে ললিউড (পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রি) পাড়ার অনেক তারকারা।
সন্ধ্যায় আলী হামজা ও জিমি খান পরিবেশনার মাধ্যমে মুগ্ধ করেন আমন্ত্রিত অতিথিদের।
এমআর / জেডএস/