গেলো কয়েক মাস আগে বলিউডে নতুন এক সুখবর শোনা গিয়েছিলো। তা হলো জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন দক্ষিনী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুটি তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। তাদের প্রেমের গল্প খুব শিগগিরই বাস্তবে রূপ নিচ্ছে বলেও চাউর হয়। ওইসময় দুজনেরই ঘনিষ্ঠ লোকজন বলেছিলেন, ২০২৫ সালেই তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন।
শুধু তাই নয়, গেলে বছরের শেষের দিকে ভারতীয় সংবাদমা্ধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না জানিান, আসছে বছরই(২০২৫) বিজয়কে বিয়ে করতে চলেছেন তিনি। অভিনেত্রী ওইসময় আরও বলেন, ‘আমি এখন জীবনে খুব খুশি। শাদি ভি হো সকতি হ্যায়, কিউ নেহি? (বিয়েরও একটা সম্ভাবনা। কেন নয়?)’
তামান্না ভাটিয় বলেন, ‘আমার কাছে বিয়ে ও কেরিয়ারের মধ্যে কোনও সম্পর্ক নেই। আমি খুব উচ্চাভিলাষী। বিয়ের পরও অভিনয় চালিয়ে যাব।
তবে এই খবরের মাঝেই নতুন খবর হচ্ছে- পথ আলাদা হয়েছে দুই তারকার। আর এই খবর সামনে আসার পর থেকে রীতিমতো মাথায় হাত বিজয়-তামান্নার অনুরাগীদের। চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, তামান্না এবং বিজয়ের মধ্যে বিচ্ছেদ হলেও, তা তাঁদের একে-অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সৌহার্দ্যপূর্ণ বন্ধনে কোনো প্রভাব ফেলতে পারেনি।
পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ আগেই ব্রেকআপ হয়ে গিয়েছে তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মার। তবে একে-অপরের ভালো বন্ধু থাকার পরিকল্পনা করছেন। আপাতত দুজনেরই ফোকাস কেরিয়ারে। বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। এমনকী, তামান্না এবং বিজয় এখনও তাদের বিচ্ছেদের গুঞ্জনে কোনও প্রতিক্রিয়া জানাননি।
তামান্না ও বিজয়ের প্রেমের শুরুটা বেশ সিনেমাটিক। নেটফ্লিক্সে সুজয় ঘোষের পরিচালনায় একসঙ্গে কাজ করার সময়ই তাঁদের প্রেমের শুরু।
সেই থেকেই তাঁদের রসায়ন নজর কাড়ে ভক্তদের। ক্যামেরার সামনেতাঁদের রোমান্স যেমন জমেছিল, বাস্তব জীবনেও তা আলাদা মাত্রা পেয়েছে।
প্রেমের ব্যাপারে কখনো লুকোচুরি করেননি এই জুটি। রেস্তোরাঁয় ডিনার, সিনেমার পার্টি, কিংবা পাবলিক ইভেন্ট—সব জায়গাতেই হাতে হাত ধরে ঘুরেছেন বেড়িয়েছেন। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেওকোনও রাখঢাক ছিল না তাদের।
গেলো বছর মুম্বাইয়ে একটি বিলাসবহুল বাড়ি খুঁজছিলেন এই তারকাযুগল। যেখানে বিয়ের পর সংসার করবেন তারা। এই বিয়েতে কোনও ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা নেই। ভারতেই ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজন করা হবে।
দুই পরিবারের সম্মতিতেই এগোচ্ছিলো সব পরিকল্পনা। তবে তাঁদের বিয়ের আয়োজন কেমন হবে, কবে এবং কোথায় হবে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি।
তামান্না এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তিনি ভীষণ খুশি। তাঁরা একে অপরকে শুধু ব্যক্তিগত নয়, পেশাগত ক্ষেত্রেও সমর্থন করেন। এমনকি তাঁদের ভালোবাসা ও বন্ধন নিয়ে বলিউডেও প্রশংসার ঝড় উঠেছিলো।
এমআর//