সম্প্রতি অভিনেত্রী তামান্না ভাটিয়া তার জীবনের আধ্যাত্মিক যাত্রা নিয়ে গণমাধ্যমের কাছে এক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মদ স্পর্শও করেন না এবং আধ্যাত্মিকতার প্রতি তার দিন দিন আগ্রহ গভীর হচ্ছে। তামান্না বিশ্বাস করেন, জীবনের আসল উত্তর মনের মধ্যে ওঠা প্রশ্নগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। আর সেই প্রশ্নের সঠিক উত্তর পেতে হলে আগে নিজেকে জানতে হয়।
বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দীর্ঘ দুই বছর অভিনেতা বিজয় বর্মার সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্কের ইতি ঘটেছে। যদিও সম্পর্ক ভাঙার কারণ নিয়ে তেমন কিছু প্রকাশ করেননি কেউই। তবে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তামান্না বিয়ে করে স্থির হতে চেয়েছিলেন। কিন্তু বিজয় বর্মা তখনও জীবনের সেই পদক্ষেপের জন্য প্রস্তুত ছিলেন না। সম্পর্ক ভাঙার পর অভিনেত্রীর জীবনে আধ্যাত্মিকতার প্রতি একটি নতুন আকর্ষণ দেখা দিয়েছে। যা তার জীবনকে নতুন করে অনুধাবন করতে সহায়তা করছে।
এক সাক্ষাৎকারে তামান্না বলেছিলেন , “যোগসাধনা ও ধ্যানের মাধ্যমে জীবনের সবচেয়ে বড় সুখ আমি অনুভব করেছি। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, জীবনে কিছু না পেলেও আমি আনন্দিত থাকতে পারি। আমার কাছে আধ্যাত্মিকতা জীবনকে বুঝে যাওয়ার এক অমূল্য উপায়।”
তিনি আরও বলেন, কিছু না পেলেও যোগসাধনা ও ধ্যানের মাধ্যমে মনকে শান্ত রাখা যায়। এটা আমার জন্য এক বিশাল প্রাপ্তি। জীবনের খারাপ সময়গুলোও এখন দ্রুত কাটিয়ে উঠতে পারি , কারণ আমি শিখেছি কিভাবে নিজেকে শান্ত রেখে সামনের পথে এগিয়ে যাব। এই অভিজ্ঞতা আমার জীবনকে অন্যভাবে দেখার ক্ষমতা দিয়েছে।
তামান্না সকলকে পরামর্শ দিয়েছেন , “যোগসাধনা করুন , নিজেদের গভীরে প্রবেশ করুন এবং জীবনকে এক নতুন আলোতে দেখুন। আধ্যাত্মিকতা আপনাকে শান্তি ও পূর্ণতার দিকে নিয়ে যাবে।”
তামান্না বিশ্বাস করেন , জীবনের প্রতি এক নতুন দৃষ্টি ও গভীরতা পাওয়া সম্ভব যখন আমরা নিজের মনের প্রশ্নগুলোর প্রতি মনোযোগী হই। কেননা , জীবনের সবচেয়ে বড় উত্তর আমাদের মনের গভীরে লুকিয়ে থাকে।
এসকে//