দক্ষিণী সিনেমার প্রখ্যাত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু কি আবার নতুন জীবন শুরু করতে যাচ্ছেন? সম্প্রতি অভিনেত্রীকে তার চর্চিত প্রেমিক রাজ নাদিমরুকে একসঙ্গে তিরুপতি বালাজি মন্দিরে দেখা গেছে যেটি নেটিজেনদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। এই মন্দির যাত্রাকে ঘিরে নানা রকমের আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, সামান্থা-রাজের সম্পর্ক এবার পরিণতির দিকে এগোচ্ছে।
সামান্থা যিনি এক সময় জানিয়েছিলেন , নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তার মনের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে , সেই অভিনেত্রী আজ ঠিক বিপরীত সিদ্ধান্তে পৌঁছেছেন। বলিউডের খ্যাতনামি পরিচালক রাজ নাদিমরের সঙ্গে তার সম্পর্ক অনেকটাই গভীর হয়ে উঠেছে। সামান্থার জীবনে এই পরিবর্তন অবাক করে দিয়েছে তার ভক্তদের।
এই মুহূর্তে সামান্থা তার প্রথম প্রযোজনায় ছবি ‘শুভম’ নিয়ে ব্যস্ত যা আগামী ৯ মে মুক্তি পেতে চলেছে। তার আগে রাজ নাদিমরের সঙ্গে তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিতে গিয়ে তাদের সম্পর্ককে নতুন করে জোরালো করে তুললেন তিনি। নেট দুনিয়ায় এখন গুঞ্জন চলছে মন্দিরে গিয়ে তারা কি বিয়ের আগে আশীর্বাদ নিতে গেছেন? এমনটিই বলছে কিছু নেটিজেনরা । তাদের বিয়ের খবর শীঘ্রই প্রকাশিত হতে পারে।
এর আগেও রাজ-ডিকের পরিচালনায় ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজে সামান্থাকে দেখা গিয়েছিল। আর ২০২১ সালে রাজ-ডিকের পরিচালনায় ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২ তেও কাজ করেছিলেন তিনি। সেই সময় থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা কৌতূহলের তৈরি হয়েছিল।
পিকাবল চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানেও একসাথে উপস্থিত ছিলেন রাজ আর সামান্থা । যা আরও একবার তাদের সম্পর্কের গভীরতা এবং একসাথে কাজ করার ইঙ্গিত দেয়। তবে এই মন্দির যাত্রার পর একটাই প্রশ্ন সামান্থা কি সত্যিই আবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন?
এসকে//