বিনোদন

মন খারাপেও হাসিমুখে থাকতে হয় অভিনেত্রীদের : সামান্থা

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। যিনি বছরের পর বছর অভিনয় ও ব্যক্তিগত জীবনের কারণে মিডিয়ার আলোচনায় থাকেন। বিশেষ করে, বিয়েবিচ্ছেদের পর থেকেই একের পর এক গুঞ্জন ঘিরে তার নাম উচ্চারিত হচ্ছে।  সম্প্রতি অভিনেত্রীর নতুন সম্পর্ক নিয়ে আবারও খবরের শীর্ষে স্থান পেয়েছে।  তবে সামান্থা সত্যিই কি নতুন সম্পর্কে জড়িয়েছেন নাকি এটা শুধুই মিডিয়ার তৈরি গুজব?

গেলো বছর দক্ষিণ ভারতীয় সুপারস্টার নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর সামান্থার ব্যক্তিগত জীবন যেন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।  কয়েক বছর ধরে একে অপরের জীবনসঙ্গী হিসেবে থেকেও তাদের সম্পর্কের মধ্যে ইগো সমস্যা এবং ক্যারিয়ার নিয়ে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে। যদিও সামান্থা ও নাগা চৈতন্য কেউই সরাসরি বিচ্ছেদের কারণ সম্পর্কে কিছু বলেননি।  তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে,ক্যারিয়ারের প্রতি একে অপরের দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের সম্পর্কের মধ্যে বিরোধ ছিল। 

বিচ্ছেদের পর নাগা চৈতন্য নতুন সম্পর্ক গড়লেও সামান্থা ছিলেন একা।  তবে সম্প্রতি অভিনেত্রী একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ছবি শেয়ার করে ফের আলোচনায় এসেছেন।  এই পোস্টে অভিনেত্রী তার জীবনের নতুন শুরু নিয়ে কথা বলেছেন এবং ছবির ক্যাপশনে লিখেছেন,'পথটা অনেক লম্বা ছিল এখন আমরা এখানে।  নতুন শুরু।' এই পোস্টের মাধ্যমে অনেকেই ধারণা করছেন যে, তিনি পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে একটি নতুন সম্পর্ক গড়েছেন।

তবে এই গুঞ্জন একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সামান্থা।  তিনি স্পষ্টভাবে জানান, ক্যাপশনে নতুন শুরু কথাটি ছিল তার প্রযোজক হিসেবে প্রথম সিনেমা 'শুভম' এর কথা।  সামান্থা বলেন, এ মুহূর্তে আমার মাথায় 'শুভম' সিনেমা এবং অন্যান্য কাজ ছাড়া আর কিছু নেই।  সম্পর্কের বিষয়ে ভাবার সময় আমার নেই।

সামান্থা তার ব্যক্তিগত জীবনের আরও একটি দিক সম্প্রতি প্রকাশ করেছেন।  তিনি জানিয়েছেন, তার বাবা যখন মারা যান, তখনো শুটিং সেটে হাসিমুখে থাকতে হয়েছে তাকে।  অভিনেত্রী বলেন, বাবার মৃত্যুর খবর পেয়ে আমি মুম্বাই থেকে চেন্নাই ফিরে যাচ্ছিলাম, কিন্তু সেদিন শুটিংয়ে কিছু ভক্ত আমার সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন।  আমি জানতাম না কীভাবে তাদেরকে বলব যে, আমি মানসিকভাবে বিপর্যস্ত, কারণ আমার বাবা আর নেই।  কিন্তু তাদের মুখে হাসি দেখতে চেয়েছিলাম, তাই তাদের জন্য হাসিমুখে ছবি তুলেছিলাম।  ভেতরে আমি ভীষণ কষ্টে ছিলাম।  তবে বাইরে আমি হাসছিলাম যেন তাদের মন খারাপ না হয়।

তিনি আরও জানান, সিনেমা জগতের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে কাজের জন্য হাসতে হয়, আনন্দিত থাকতে হয়, যদিও ভেতরে কষ্ট বা দুঃখ থাকতে পারে।

অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজক হিসেবে নতুন যাত্রা শুরু করেছেন সামান্থা। তার প্রথম প্রযোজিত সিনেমা 'শুভম' শিগগিরই মুক্তি পাবে। বর্তমানে তিনি এই সিনেমার প্রচারণায় ব্যস্ত রয়েছেন।  সিনেমার ট্রেলার লঞ্চের সময় তিনি তার নতুন প্রযোজক হিসেবে যাত্রা শুরু সম্পর্কে উচ্ছ্বসিতভাবে কথা বলেন।

এখন আমার একমাত্র লক্ষ্য 'শুভম' সিনেমার প্রচারণা এবং নতুন কাজের প্রতি মনোযোগ দেওয়া, বলে জানান সামান্থা।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সামান্থা রুথ প্রভু #বিবাহ বিচ্ছেদ