আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ব্রাজিলে করোনায় মৃত্যু ছাড়াল তিন লাখ

ব্রাজিলে করোনায় মৃত্যু ছাড়াল তিন লাখ

বিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান। দেশটিতে প্রাণঘাতি ভাইরাসে মোট মারা গেছে তিন লাখ এক হাজারের বেশি মানুষ। এর মধ্যে গতকাল বুধবার একদিনে প্রথমবারের মতো মারা গেছে রেকর্ড তিন হাজারের বেশি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ২২ লাখের ওপর।

আন্তজাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, করোনা পরিস্থিতির চরম অবনতিতে ব্রাজিলের স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। অধিকাংশ হাসপাতালেই ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে। সেইসঙ্গে দেখা দিয়েছে আইসিইউর তীব্র সংকট। ফলে, কোভিড রোগীদের চিকিৎসায় বেগ পেতে হচ্ছে।

এদিকে, করোনার সর্বোচ্চ সংক্রমণ সত্ত্বেও লকডাউন জারি ও মাস্কের বিরোধিতা করায় তীব্র সমালোচনার শিকার হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। আবারো নিজের অবস্থানের সাফাই গেয়েছেন তিনি।

বুধবার এক সংবাদ সম্মেলনে বোলসোনারো জানান, লকডাউনে বিশ্বাসী নয় তার সরকার।

ব্রাজিলে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে প্রায় এক কোটি সাত লাখের মতো। আক্রান্ত অবস্থায় রয়েছে ১২ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রাজিলে | করোনায় | মৃত্যু | ছাড়াল | তিন | লাখ