জাতীয়

আগামী বছর থেকে নির্দিষ্ট স্থানে নববর্ষ উদযাপন হবে: ডিএমপি কমিশনার

বায়ান্ন প্রতিবেদন

আগামী বছর থেকে বর্ষবরণের উৎসবের জন্য স্থান নিদৃষ্ট করে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, এই দিনে সারা পৃথিবীতে নববর্ষে পটকা আতশবাজি ফোটায়। তবে তারা নির্দিষ্ট স্থানে এই উৎসব করে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

থাার্টি ফার্স্ট নাইটে আতশবাজি না করার জন্য ঢাকাবাসির প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘নতুন বছর উদযাপনে বাসার ছাদে আতশবাজি, রকেটবোমা, পটকা ফুটিয়ে সাধারণ মানুষকে কষ্ট দেবেন না। হাসপাতালে যারা মূমুর্ষ অবস্থায় আছেন তারা কষ্ট পান।’

তিনি বলেন, ‘চকলেট বোম, আতশবাজি, রকেটবোমা, পটকা বন্ধে আমরা অভিযান চালাচ্ছি। এরইমধ্যে ১৭২ কেজি বোম সরঞ্জামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা ও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

ডিএমপি কমিশনার আরও বলেন, নগরবাসীর সহযোগিতায় নতুন বছর বরণ হবে। ঢাকাবাসি এ আহ্বানে সাড়া দেবেন বলেও আশা করেন তিনি। 

আগামী বছর থেকে বর্ষবরণের উৎসবের জন্য স্থান নিদৃষ্ট করে দেয়া হবে বলে জানান শেখ মো. সাজ্জাত আলী।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, এ বছর থার্টি ফার্স্ট নাইট ঘিরে কোনো হুমকি নেই। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন ডিএমপি কমিশনার | নববর্ষ