জাতীয়

গণঅভ্যুত্থান তথ্য সংরক্ষণে গণবিজ্ঞপ্তি

বায়ান্ন প্রতিবেদন

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংগৃহীত বা সংরক্ষিত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাদি সংরক্ষণের জন্য গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সকল তথ্য আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে গুগল ড্রাইভে (muspecialcell36@gmail.com) আপলোড করতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) তথ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  জনসাধারণের কাছে সংগৃহীত/সংরক্ষিত গণঅভ্যুত্থানকালীন ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাদি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে (muspecialcell36@gmail.com) আপলোড করার জন্য অনুরোধ করা হলো। এছাড়াও এসকল তথ্য (স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও ডকুমেন্টারি) বর্ণিত সময়ের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে (২য় তলা, ভবন নং-২, বিএসএল অফিস কমপ্লেক্স, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ১ মিন্টু রোড, ঢাকা-১০০০) পেনড্রাইভ যোগে প্রেরণ অথবা সরাসরি হস্তান্তর করা যাবে।

 এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন গণঅভ্যুত্থান | গণবিজ্ঞপ্তি | তথ্য অধিদপ্তর