আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: অ্যাসোসিয়েট প্রেস

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেপ্তার করতে তার বাসভবনে প্রবেশের চেষ্টা করেছে পুলিশ। তবে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা পুলিশদের বাধা দিয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপি থেকে এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় গণমাধ্যমের বরাতে জ্যেষ্ঠ কৌঁসুলি লি দায়ে হুয়ানসহ তদন্তকারী কর্মীরা কড়া নিরাপত্তাবেষ্টনী পার হয়ে অভিশংসিত প্রেসিডেন্টের বাসভবনে ঢোকার চেষ্টা করেন। ইওলের বাসভবনের ভেতরে থাকা সেনাবাহিনীর একটি দল তাদের প্রতিহত করে। প্রেসিডেন্টের নিরাপত্তাকর্মীরা এর আগেও ইওলের বাসভবনে পুলিশের প্রবেশের চেষ্টা প্রতিহত করেছেন। প্রেসিডেন্টের বাসভবন চত্বরে পুলিশের বেশ কয়েকটি বাস, কয়েকশো পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে। তদন্তকারী এক কর্মকর্তা জানিয়েছেন, সিউলের আদালত ইওলের বাসভবনে তল্লাশি চালানোর জন্য পরোয়ানা জারি করেছেন।

ইওলের সমর্থকরা প্রেসিডেন্টের বাসভবনের সামনে প্রতিবাদ করে যাচ্ছে। তারা বিক্ষোভ করে প্রেসিডেন্টের গ্রেপ্তারি পরোয়ানি জারির বিরুদ্ধে নানারকম স্লোগান দিচ্ছে। এই সমর্থকদের হাতে বিভিন্ন পোস্টার ও ব্যানার দেখা গেছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইওলের সমর্থকদের সঙ্গে ইওলবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২ হাজার ৭০০ পুলিশ ও ১৩৫টি পুলিশের বাস ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

এম এইচ// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন দক্ষিণ কোরিয়া | প্রেসিডেন্ট | গ্রেপ্তার