বলিউডের সবচেয়ে শক্তিশালী দম্পতির তকমা রয়েছে তাদের কাছে। তারকা হয়ে ওঠার আগে থেকে গৌরী খানের সঙ্গে প্রেম শাহরুখ খানের। তার পরে কেটে গেছে অনেকটা সময়। বর্তমানে তারা তিন সন্তানের বাবা-মা। কিন্তু এখনও তারা বলিউডের ‘পাওয়ার কাপল’। তবে শুরুর দিকে প্রেমের পথ নাকি খুব একটা মসৃণ ছিল না। বহু চড়াই-উতরাই পেরিয়ে একসঙ্গে হয়েছিলেন শাহরুখ-গৌরী। নিজেদের বোঝাপড়াতেও সমস্যা হয়েছে একাধিক বার। এমনই এক ভিডিও বর্তমানে সামাজিকমাধ্যমে ভাইরাল।
শাহরুখের অধিকারবোধ নাকি প্রবল ছিল। গৌরীর উপর নানা নিয়ম জারি করেছিলেন তিনি। কেমন পোশাক, কেমন সাজ হবে, তা-ই নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি করেছিলেন তিনি। সেই কথাই গৌরী সেই ভিডিওতে বলেছেন। যে কোনও ধরনের সাদা রঙের শার্ট পরা বারণ ছিল গৌরীর। কারণ শাহরুখ মনে করতেন, সাদা রঙের শার্ট খুবই স্বচ্ছ হয়। শাহরুখ বলেছিলেন, ‘তুমি আমার প্রেমিকা। তাই খোলা চুলে রাস্তায় বেরোনোর অনুমতি আমি দিতে পারব না। সাদা রঙের শার্টও পরতে পারবে না।’
শাহরুখ নিজেই এই পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গৌরীকে তিনি নিয়ন্ত্রণ করতে চাইতেন। বাদশাহের স্বীকারোক্তি, ‘নিয়ন্ত্রণ করার জন্য আমি খুব খারাপ হয়ে গিয়েছিলাম। তবে এই খারাপ হয়ে ওঠার ব্যাপারটা আমি বেশ উপভোগ করি।’ শাহরুখের এমন আচরণের সঙ্গে কী ভাবে মানিয়ে নিয়েছিলেন গৌরী? উত্তরে শাহরুখ-পত্নী বলেন, ‘আমি ওঁকে আমার জীবন থেকে মেরে বার করে দিই বেশ কিছু দিনের জন্য। ওর একটা শিক্ষার দরকার ছিল।’ ১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরীকে বিয়ে করেছিলেন শাহরুখ।
জেএইচ