টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (০৪ জানুয়ারি) সকালে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই এলাকার নিলু মণ্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মণ্ডল।
নিহতের পরিবারের সদস্যরা জানান, তারা সকালে রৌহা গ্রাম থেকে ধর্মীয় অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিলেন। রেললাইন পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে আসা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে স্বজনরা নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে যান। তবে, কোন ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছেন তা জানা যায়নি।
যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন মাস্টার শাহিন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় কোন নির্দিষ্ট ট্রেনের তথ্য পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
এসি//