তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণে চীনের প্রস্তাবে উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, দিল্লি খুব গভীরভাবে বিষয়গুলোর ওপর নজর রাখছে। এছাড়া স্বার্থ রক্ষায় সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানায়, নদীর পানির ওপর দিল্লির অধিকার ও বাঁধ নির্মাণের পরিকল্পনার বিষয়ে বেইজিংয়ের কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গেলো সপ্তাহে চীন তিব্বতে ইয়ারলুং জাংবো নদে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের ঘোষণা দেয়। ইয়ারলুং জাংবো নদীটি তিব্বতের পর ব্রহ্মপুত্র নদ নামে ভারতের অরুণাচল ও আসাম হয়ে বাংলাদেশে পৌঁছেছে।
এই বাঁধ বছরে ৩০ হাজার কোটি কিলোওয়াট-ঘণ্টা পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। নির্মাণে খরচ হবে আনুমানিক ১৩ হাজার ৭০০ কোটি ডলার। এছাড়া প্রস্তাবিত বাঁধটি চীনে থাকা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জর্জেস বাঁধের থেকেও বড় হবে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত বাঁধ নিশ্চিতভাবেই দুই ভাটির দেশ ভারত ও বাংলাদেশের নদীপ্রবাহে প্রভাব ফেলবে।
এনএস/