পাকিস্তানের ঘরের মাটিতে আগামী মাসে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। এর মধ্যে ওপেনার সাইম আইয়ুব চোটে পড়েছেন। সেই চোট সম্পর্কে জানানো হয়েছে, প্রায় ৬ সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। মূলত, কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে চোটে পড়েন সাইম।
দ্বিতীয় টেস্টের প্রথম দিন সকালের সপ্তম ওভারের ঘটনা। আইয়ুব বেশ বাজেভাবে স্লিপ করেন এবং তার ডান গোড়ালিতে আঘাত পান। তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান ওপেনার সাইম আইয়ুব প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে ৬ মাসের জন্য ছিটকে গেছেন ডান গোড়ালিতে ফ্র্যাকচার হওয়ার কারণে, যখন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন ফিল্ডিং করছিলেন।‘
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। এর আগে আইয়ুবের সেরে ওঠার সম্ভাবনা অনেকটা কম। এতে পাকিস্তান দলে তিনি থাকবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
এম এইচ//