শহিদ মিনারে আয়োজিত এক সমাবেশে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্যের জেরে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারে এক ঘন্টার আলটিমেটাম দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
শনিবার (৪ জানুয়ারি) ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ডাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেয়ার সময় এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন।
রাশেদ খাঁন বলেন, সরকারের সমালোচনা করায় শহিদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা ফারুক হাসানের ওপর ব্যাপক হামলা চালিয়েছে। কপালে ছুরি দিয়ে জখম করেছে। তারা এখন মামলা করার জন্য শাহবাগ থানায় আছেন।
আলটিমেটাম দিয়ে তিনি বলেন, ‘এদের গ্রেপ্তার করা না হলে গণঅধিকারের সঙ্গে কোনো ঝামেলা হলে আমাদের কিছু করার থাকবে না।’
এর আগে বক্তব্যে ফারুক হাসান বলেন, এই সরকারকে কোনোভাবেই মানা যায় না। যে সংবিধানকে ছুঁড়ে ফেলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই সংবিধানকে কোনোভাবেই মানা যায় না।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার আমরা কখনোই চাইনি, চেয়েছি বিপ্লবী সরকার। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর হেডকোয়ার্টার বঙ্গভবন থেকে যেই অন্তর্বর্তী সরকার এসেছে তা মানি না’।
জানা যায়, এসময়ে সেখানে উপস্থিত জনতা তাকে বাধা দেন । পরে সমাবেশস্থল ত্যাগ করতে গেলে তার ওপর অতর্কিত হামলা করা হয়।
এ বিষয়ে জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মো. আরিফ দাবি করেছেন, কে বা কারা তার ওপর হামলা করেছে তা তাদের জানা নেই।
আই/এ